কুষ্টিয়ার মিরপুরে জিকে খাল থেকে জাহিদুল ইসলাম (৩৬) নামের এক পরিচ্ছন্ন কর্মীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে তার কর্মস্থলের পাশে জিকে খাল থেকে পুলিশ ভাসমান অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করে। সে মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মৃত নূর হোসেনের ছেলে।
সূত্র জানায় জাহিদুল মিরপুর বাজারের পৌর পার্কে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতো। স্থানীয়রা জানান সকালে মাছ মারতে আসা এক ব্যক্তি জিকে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে। তবে লাশের কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার দিবাগত রাত দশটার দিকেও অনেকেই জাহিদুল কে সুস্থ অবস্থায় দেখেছে। তারা আরো জানান, জাহিদুল মাদকাশক্ত ছিলেন। মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha