মাহে রমজান উপলক্ষ্যে পাবনার চাটমোহরে বিক্রি হচ্ছে বাণিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টি.সি.বি) পণ্য।
সাধারন মানুষ সয়াবিন তেল, চিনি, মসুরের ডাল, ছোলা ও খেজুর সুলভ মূল্যে ক্রয় করতে পেরে খুশী হচ্ছেন। তবে পেয়াজ কিনতে অনিহা লক্ষ্য করা গেছে ক্রেতাদের মাঝে।
টিসিবি ডিলার চাটমোহরের মেসার্স নিরব এন্টার প্রাইজ এবং সাগর সজীব ট্রেডার্স ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ রাজশাহী থেকে সয়াবিন তেল, চিনি, মসরের ডাল, ছোলা, খেজুর ও পেয়াজ প্রাপ্তি সাপেক্ষে বিক্রি করছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় মালামাল তারাতারি শেষ হয়ে যাওযার ফলে ক্রয়ের ইচ্ছা থাকলেও অনেকে টিসিবি পণ্য কিনতে পারছেন না।
পাঠানপাড়া মহল্লার বকুল রহমান জানান, ৫ লিটার সয়াবিন তেলের জার বাজারে যখন ৬৮০টাকায় বিক্রি হচ্ছে তখন টিসিবি ৫০০ টাকায় দিচ্ছে। সে ক্ষেত্রে আমাদের সাশ্রয় হচ্ছে। তাই টিসিবি পণ্য পেয়ে আমি খুশি আমার মতো আরো অনেকেই উপকৃত হচ্ছেন ।
মেসার্স নিরব এন্টার প্রাইজের সত্তাধিকারী জানান, চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা, ছোলা ৫৫ টাকা, খেজুর ৮০ টাকা, পিয়াজ ২০ টাকা কেজি এবং সয়াবিন তেল ১০০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ মানুষ সয়াবিন তেল, চিনি, মশুরের ডাল, ছোলা ও খেজুর পেয়ে খুশী হলেও পিয়াজ কিনতে অনিহা প্রকাশ করছেন।
চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন জানান, লক ডাউনের সময় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষ সুলভ মূল্যে টিসিবি পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন।