আজকের তারিখ : মে ৯, ২০২৫, ৬:৫৬ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১৮, ২০২৩, ৯:৩৩ পি.এম
আমেজের মধ্য দিয়ে খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

নির্বাচন মানেই যেনো পরীক্ষা। আর এই পরীক্ষার প্রস্তুতি অনুসারেই তৈরি হয় ফলাফল। তেমনি ভাবে অপেক্ষা আর উৎসাহের মধ্য থেকে
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনের ব্যালটে ভাগ্য নির্ধারণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সমিতির কার্যালয়ে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিপুল উৎসব উদ্দীপনার ও অপেক্ষার মধ্য দিয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট সম্পন্ন হয়েছে।
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির ৭ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন।
সমিতির মোট ভোটার ১৬৫ জন।
কাঠ ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২৩ এর ভোটে
কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে জনাব হাজী মোঃ কাশেম (চেয়ার),
সাধারণ সম্পাদক মনির আহম্মদ (গোলাপ ফুল), সহ-সভাপতি পদে দীন মোহাম্মদ (বটগাছ), সহ-সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন (চশমা), দপ্তর সম্পাদক মো: নূর নবী ও কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা বিপুল ভোটে নির্বাচিত হন।
এছাড়া ৩ জন নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- রফিক উদ্দিন সিদ্দিকী (কলসি),পংকজ বড়ুয়া (বাঘ),হাজী খোরশেদ আলম কোং (মোবাইল ফোন) ভোট পেয়ে নির্বাচিত হন।
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ জহির উদ্দিন সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে বিজয়ীরা জানান সকলের ভালোবাসা ও ভোটে আমরা বিজয়ী হয়েছি। এই বিজয় উৎস্বর্গ আপনাদের ঘিরেই।
আমাদের কে আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী করার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা চেষ্টা করবো স্ব-স্ব অবস্থান থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha