আজকের তারিখ : মে ৯, ২০২৫, ৯:১৭ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১৭, ২০২৩, ৯:৪১ এ.এম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ আকতারের সভাপতিত্বে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড প্রদীপ কুমার দাস লক্ষণ,সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ শফিকুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন যে, বিএনপি - জামায়াত চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করছে। তারা যে কোন মূল্যে নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায়।
আমাদেরকে এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি - জামায়াতের হরতাল , অবরোধ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha