আজকের তারিখ : মে ৯, ২০২৫, ৯:০৯ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১৬, ২০২৩, ১১:১৯ পি.এম
শিবপুরে বিএনপি’র সাবেক ছাত্রদল নেতার উদ্যোগে মশাল মিছিল

নরসিংদীর শিবপুর উপজেলায় আজ (১৬ নভেম্বর) রাত ৯ টা থেকে সাড়ে নটা পর্যন্ত কলেজ গেট বাশ বাগান এলাকার রাস্তায় সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের তত্ত্বাবধানে শিবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, উক্ত মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কিবরিয়া, সদস্য, নরসিংদী জেলা যুবদল।
মহিউদ্দিন মুকুল, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবপুর পৌর যুবদল।
শাহাদাত হোসেন রানা মৈশান, সিনিয়র যুগ্ম আহবায়ক, শিবপুর উপজেলা যুবদল। জাহাঙ্গীর হোসেন, আহ্বায়ক পদপ্রার্থী, সাধারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, শিবপুর উপজেলা ছাত্রদল। রাসেল মোল্লা অংকুর, সাবেক সহ-সভাপতি, নরসিংদী জেলা ছাত্রদল। লোকমান, সভাপতি প্রার্থী, শিবপুর উপজেলা ছাত্রদলসহ প্রমুখ।
এসময় মশাল মিছিলে অংশ গ্রহণকারীরা বিএনপি'র ডাকা অবরোধ সফল এবং খালেদা জিয়ার মুক্তি ও ভোটার বিহীন সরকারের পদত্যাগের ১ দফা দাবী জানায়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha