আজকের তারিখ : মে ৯, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১৬, ২০২৩, ৮:৪১ পি.এম
নরসিংদীর শিবপুরে আনন্দ মিছিলে আ.লীগ নেতার মৃত্যু

শিবপুরে নির্বাচনী তফসিলকে স্বাগত জানাতে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। ওই মিছিলে একজনের মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, শিবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলে আওয়ামী লীগ নেতা আমাল হোসেন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। আমাল হোসেন ভূইয়া (৪৩), সে উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিনের ছেলে নিহত আমাল ভূইয়া।
(১৬ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে আনন্দ মিছিলটি শিবপুর কলেজগেইট মডেল মসজিদের সামনে এসে পৌঁছলে হঠাৎ বুকে ব্যথা উঠে তিনি মাটিতে ঢলে পড়েন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর দেখে তাকে সেখান থেকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তাররা বলেন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha