জমি নিয়ে বিরোধের জেরে আবু সালে মোহাম্মাদ আশরাফুজ্জাহান (৪৬) নামে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
১৪ এপ্রিল বুধবারে সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবু সালে মোহাম্মাদ আশরাফুজ্জামান বাদী হয়ে গত ১৯ এপ্রিল সোমবার রাতে সোহলে খাল লিটনকে প্রধান আসামি করে ৫জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার নওয়াপাড়া গ্রামের আবু সালে মোহাম্মাদ আশরাফুজ্জাহানের সাথে একই গ্রামের সোহেল খান লিটনের জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসচ্ছে।
গত ১৪ এপ্রিল বুধবারসন্ধ্যায় আলফাডাঙ্গা বাজারে আসার পথে সোহেল খান লিটনের নেতৃত্বে দেশীয় অস্ত্র লোহার রড, হাতুড়ী দিয়ে পিটিয়ে জখম করে। আহত অবস্থায় প্রতিবেশিরা তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোহেল খান লিটন জানান, তার সাথে আমাদের জমি নিয়ে কোন বিরোধ নেই। তার সাথে অন্য বিষয় নিয়ে গোন্ডগোল হয়েছে।
ওসি মো. ওয়াহিদ্জ্জুামান মামলা বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫