বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে ইউএনও’র নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে গেছে ২৯৬টি পণ্যবোঝাই ট্রাক। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের নেতৃত্বে পুলিশ-বিজিবি স্কোয়াড দিয়ে নিরাপদে চাঁপাইনবাবগঞ্জ সদর সীমানা পর্যন্ত পৌঁছে দেয়া হয়।
এছাড়া প্রতিদিন আমদানি করা পণ্যবোঝাই ট্রাক আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বন্দর থেকে দেশের অন্যত্র পাঠানো হচ্ছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, বুধবার সকালের পরে অবরোধের জন্য স্থলবন্দর থেকে কোন ট্রাক ছেড়ে যায়নি।
বৃহস্পতিবার সকালে ইএনও’র নেতৃত্ব পুলিশ-বিজিবি স্কোয়াড দিয়ে নিরাপদে চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দেয়া হয়েছে ২৯৬টি পণ্যবোঝাই ট্রাক। সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকতা ইউনুস আলী বলেন, অবরোধের কারণে রাজস্ব আদায়ে কোন ঘাটতি হয়নি। আর বন্দরের সব কার্যক্রয় স্বাভাবিক হয়েছে। তবে পণ্যবোঝাই ট্রাকগুলো পুলিশ পাহারায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধে নাশকতা ঠেকাতে সকালে নিজে উপস্থিত থেকে সোনামসজিদের ২৯৬টি পণ্যবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দেওয়া হয়েছে। বন্দর থেকে ছেড়ে যাওয়া ট্রাকগুলোর মধ্যে ১২০টি পেঁয়াজভর্তি ট্রাক, ৫৯টি আলু ও ১১৭টি ট্রাকে অন্যান্য কাঁচাপণ্য রয়েছে।
তিনি আরও বলেন, ২০১৩-১৪ সালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে জামায়াত-বিএনপির ডাকা অবরোধে পণ্যবোঝাই ট্রাকে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগ করে নাশকতা চালানো হয়। এবার যেন কোনো রকম নাশকতা করতে না পারে, সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পাহারা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পার করে দেওয়া হয়েছে। যত দিন হরতাল-অবরোধ থাকবে, তত দিন নিরাপত্তা থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha