চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস ডলার বুধবার (২১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, পজিটিভ হওয়া ছয়জনের মধ্যে ৫ জন গত ১১ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ তাদের পজিটিভ রিপোর্ট আসে। আর আজ ২১ এপ্রিল চাটমোহর হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে একজনের রিপোর্ট করোনা পজিটিভ ধরা পড়ে।
উল্লেখ্য, গত বছরের ১৬ এপ্রিল চাটমোহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এখন পর্যন্ত (এক বছরে) চাটমোহরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। এদের মধ্যে ৬০ জন পুরোপুরি সুস্থ্য। বাকি ৮ জনের পজিটিভ রয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে চাটমোহরের কেউ মারা যায়নি। এখন পর্যন্ত চাটমোহর উপজেলা থেকে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১০১৩ জনের।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।