আজকের তারিখ : ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৪:২৭ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৪, ২০২৩, ৪:৪১ পি.এম
মুকসুদপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মোঃ ওহিদুল ইসলামের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা ফারুক খান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি ও ১১১নং বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান (এমপি)।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য দিপংকর বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি সদস্য কানতারা খান, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি নিশিতা নুর, মহিলা সম্পাদিকা জেসমিন আরা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম রফিকুল বারী, যুগ্ম সম্পাদক মোঃ নুর ইসলাম বাকী, ৮নং পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি নাছরিন, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ সোহরাব উন নুর ছিরু মিয়া প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী সহ স্থানীয় আওয়ামী লীগ ও অংগ সংগঠন এর নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে বিভিন্ন সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha