আজকের তারিখ : জানুয়ারী ১৪, ২০২৫, ৫:৫৬ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৪, ২০২৩, ৪:৩১ পি.এম
সালথায় পাওয়ার টিলার দূর্ঘটনায় কিশোরের মৃত্যুৃ
ফরিদপুরের সালথা উপজেলায় পাওয়ার টিলারের সাথে দূর্ঘটনায় এক কিশোরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত কিশোরের নাম: জুবায়ের শেখ (১৫)। সে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী (পশ্চিম নয়ানিপাড়া) এলাকার শাহিদ শেখের পুত্র। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে নিহতের বাড়ির পাশে আবাদি জমিতে এই দূর্ঘটনা ঘটনা ঘটে।
জানা যায়, বন্ধু আল-আমীনের বাবার পাওয়ার টিলারে স্বল্প মজুরিতে মাঝে মাঝে কাজ করতো জুবায়ের শেখ। প্রতিবারের মত মঙ্গলবার সকালে সে পাওয়ার টিলার নিয়ে বের হয়। একখন্ড জমি চাষ দেওয়ার পর আরেক টি জমি চাষ করার আগে পাওয়ার টিলারের ফালে (লঙ্গল) আবর্জনা পরিস্কার করতে যায়। পাওয়ার টিলারের ইঞ্জিন চালু থাকার কারেন গিয়ার পরে গেলে অসাবধানতার কারনে জুবায়েরের হাত আটকে যায়। এরপর তার পেটে একটা ফাল ঢুকে ছিটকে পরে যায়। পরে স্থানীরা জুবায়ের কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুর রহমান শাহিন বলেন, জুবায়ের ভাল ছেলে, সকালে পাওয়ার টিলার নিয়ে বের হয়ে জমি চাষ করার সময় আবর্জনা পরিস্কার করতে গিয়ে লাঙ্গল আটকে হাত ও পেটে ফাল ঢুকে আহত হওয়ার কারনে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার পথে জুবায়ের মৃত্যুবরণ করে। খবর পেয়ে আমি সেখানে ছুটে যাই এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনাই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha