রাজশাহীর বাঘায় গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নৈশ প্রহরি ,পুলিশের টহল দল বাঘা ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রন করে। তবে তার আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়। শুক্রবার (১০ নভেম্বর) গভীর রাতে বাঘা পৌর সভার গাওপাড়া রোডের জিরো পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়,দোকান ঘরটি বন্ধ ছিল। ভেতরে আগুন ধরে বিকট শব্দ হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও দোকানটি রক্ষা করতে পারেনি। পরে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল আগুন পুরোপুরি নেভায়। স্থানীয়দের ধারণা, শর্ট শার্কিট থেকে আগুন ধরে যেতে পারে।
স্থানীয় বিদুৎ হোসেন জানান, রাত ১টায় নৈশ প্রহরি তাকে খবর দেয়। সেখানে গিয়ে ধোঁয়া বের হতে দেখেন। এসময় পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দল পৌঁছার আগেই মালামাল সহ দোকানের ২টি সার্টার দরজা পুড়ে যায় এবং পাকা দেওয়ালও ফেটে গেছে।
মেসার্স ইউনিক মটরর্স (আগুনে পোড়া দোকান) এর পার্টনার, কলেজ শিক্ষক শামীম আহমেদ জানান, ৩জনের পাটনারশীপে হোন্ডা পার্টেসের ব্যবসা করছিলেন। সেই ব্যবসা প্রতিষ্ঠানে অপর ব্যবসা প্রতিষ্ঠান, বাঘা পর্দা গ্যালারির মালিক মোঃ শিবলীর ফোমও রাখা ছিল। অগ্নিকান্ডের খবর পেয়ে রাত আনুমানিক দেড়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে পৌছে দেখেন সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এর আগে শুক্রবার (১০নভেম্বর) রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে চলে যান। বাঘা পদ্মা গ্যালারির মালিক মোঃ শিবলী জানান, পুড়ে যাওয়া দোকানের পেছনের অংশে আনুমানিক সাড়ে ৩রক্ষ টাকার ফোম রাখা ছিল।
বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে অল্প সময়ের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনের ফুলকি তখনও ছড়াচ্ছিল। তারা সেগুলো নিভিয়ে নিয়ন্ত্রন করেছেন । শর্ট শার্কিট থেকে আগুন ধরেছে বলে জানান।
বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রন করেছে। তবে তার আগেই দোকানের পুরো মালামাল পুড়ে যায়। বিদুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha