বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সদরপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ মিয়ার স্বরণে মানবাধিকার সংস্থার উপজেলা শাখার উদ্দোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সহ-সভাপতি ও সদরপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সোবাহান সৈকতের সঞ্চালনায় মানবাধিকার সংস্থার উপজেলা কার্যালয়ে সভায় মানবাধিকার সংস্থার উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, সদরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোবাহান সৈকত সহ সদরপুর উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের সদস্য বৃন্দ, ও উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শোক সভায় প্রয়াত সাংবাদিক আব্দুল মজিদ মিয়ার স্বরণে শুরুতে এক মিনিট নিরাবতা পালন করেন।
এসময় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন, আব্দুস সোবাহান শরীফ, সাংবাদিক ও ইউ,পি সদস্য মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক শিমুল তালুকদার, মরহুমের ছোট ভাই সদরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মরহুমের বড় ছেলে মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ রাজিব হুসাইন, মানবাধিকার বাস্থবায়ন সংস্থার সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর আকাশ, মানবাধিকার কর্মী আব্দুল ওহাব আকন, সৈয়দ দেলোয়ার হোসেন, কাজী খলিলুর রহমান প্রমুখ। এসময় বাংলাদেশ মানবাধিকারের বাস্থবায়ন সংস্থার পক্ষ থেকে আব্দুল মজিদ মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।
পরে মরহুমের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি জাকির হোসেন ফরিদী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha