আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৩:৩১ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ২০, ২০২১, ৬:১৯ পি.এম
চাটমোহরে কঠোর লকডাউন বাস্তবায়নে রাস্তায় প্রশাসন

সারাদেশের মতো পাবনার চাটমোহরে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে রাস্তায় নেমেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরা । দেশব্যাপী লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন ইসলাম সাধারন মানুষদের ঘরে রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন ।
রাস্তায় রাস্তায় গিয়ে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক দিচ্ছেন আবার মুখে মাস্ক না থাকার কারণে ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এছাড়া মুভমেন্ট পাস না থাকার কারণে সিএনজি,মটরসাইকেল সহ জরিমানা করা হচ্ছে বিভিন্ন যানবাহনের।
অপরদিকে চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন ও চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানুষের মাঝে মাস্ক বিতরণ করছেন পাশাপাশি বর্তমান করোনা মোকাবেলায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ।
এ ব্যাপারে লকডাউনের ৮ম দিনে আজ মঙ্গলবার চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, সরকার ঘোষিত লকডাউন পালনে আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি। উপজেলার বিভিন্ন স্থানে আমাদের পুলিশ সদস্য মোতায়েন রয়েছে পাশাপাশি তাদের কাছে মাস্ক দেয়া আছে প্রয়োজনে যারা বাহিরে বের হয়েছেন মুখে মাস্ক না থাকলে মাস্ক দেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha