আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২০, ২০২১, ৪:৫৮ পি.এম
মধ্যযোগীয় কায়দায় বৃদ্ধাকে মারধরের অভিযোগে, সাবেক সেনা সদস্য সহ তিনজন আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক বৃদ্ধা মহিলাকে রাতের আঁধারে ধরে নিয়ে হাত পা বেঁধে মধ্যযোগীয় কায়দায় মারধরের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত এক সেনা সদস্যের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায় সোমবার সন্ধ্যার সময় ময়না ইউনিয়নের ইচাখালী গ্রামের মৃত আকরাম শেখের স্ত্রী মোছা ভানু বেগম (৭৫) ইফতার করে পাশের আকমল শেখের বাড়িতে গিয়েছিল।
সে বাড়ি থেকে একই গ্রামের চাকুরিচ্যুত সেনা সদস্য মাসুদুর রহমান সহ তার ছোট ভাই জিয়া শেখ ও তার স্ত্রী মাহিদা বেগম মিলে বৃদ্ধা মহিলাকে তাদের বাড়িতে ধরে এনে হাত পা বেঁধে মধ্য্যুগীয় কায়দায় নির্যাতন করেন।
এ নিয়ে এলাকায় তোলপার সৃষ্টি হয়। পরে তারাবীহ নামাজ শেষে স্থানীয় ইউপি সদস্য মো রাশেদ মোল্যা এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাত। জানা যায় সাবেক সেনা সদস্য মাসুদুর রহমান প্রভাবশালী হওয়ায় প্রায় ওই নিরীহ পরিবারটি উপর বিভিন্ন প্রকার নির্যাতন করে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবং সচেতন মহলের লোকজন নিন্দা জানিয়েছেন।
এ ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ তিন জনকে আটক করেন। এসআই ওহিদ বলেন, বৃদ্ধা মহিলাকে মারধরের কথা শুনে ঘটনা স্থলে গিয়ে ওই রাত্রেই তিন জনকে আটক করি। এবং তাদের কে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয় ।
এলাকা ঘুরে জানা যায় এর আগেও ওই বৃদ্ধা মহিলার ছেলে মো: কায়েম শেখের ঘরবাড়ি ভাংচুর ও তার স্কুল পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানি করেছিল। অনেক আগে থেকেই ওই দরিদ্র পরিবারের সাথে তাদের শত্রুতা লেগেই আছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha