আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১০:৪৭ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৯, ২০২৩, ১:০২ পি.এম
বিএনপি জামাতের ডাকা অবরোধের প্রতিবাদে ফরিদপুরে মাঠে রয়েছে আওয়ামী লীগ

সারাদেশে বিএনপির জামাতের আহবানে ৪৮ ঘন্টার অবরোধের তৃতীয় দফায় মাঠে রয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।
আজ বৃহস্পতিবার বেলা বারোটায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাংবাদিকদের বলেন, ফরিদপুরের হাজার হাজার নেতা কর্মীরা ও সাধারণ জনগণ বিএনপি জামাতের অবরোধের বিরুদ্ধে মাঠে নেমেছে । ফরিদপুরের সাধারণ মানুষ বার্তা দিয়েছে বিএনপি জামাতের ডাকা হরতাল অবরোধ তারা মানে না ।
ফরিদপুরে কোন অবরোধ নাই, জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এছাড়া বাস ট্রাক গনপরিবহন স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। তিনি ফরিদপুরের অবস্থা অনেক ভালো বলে সাংবাদিকদের কাছে জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, মৎস্যজীবি লীগের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, কোতোয়ালি থানা সদস্য সচিব মিঠু মিয়া, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া বেগম সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha