ফরিদপুরের সদরপুরে কৃষি ও এসএমই ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ৭ নভেম্বর সদরপুর উপজেলা দরবার হলে পুবালি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনায় উক্ত মেলা অনুষ্ঠিত হয়।
সদরপুর উপজেলার কৃষি ও এসএমই ঋণের লিড ব্যাংক অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার।
মেলায় উপজেলার সরকারি ও তফসিলভুক্ত মোট ১৩টি ব্যাংক অংশগ্রহণ করে। ব্যাংকগুলো নিজ নিজ স্টল থেকে কৃষি ও এসএমই ঋণের তথ্য ও বিভিন্ন সেবা উপস্থিত গ্রাহকদের প্রচারণার অংশ হিসেবে জানিয়ে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha