ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা কৃষকলীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কৃষকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনায় সারাদেশব্যাপী কঠোর লকডাউনের জন্য বাংলাদেশ কৃষকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে উদযাপনে কেন্দ্রীয় দিকনির্দেশনা থাকায়
সোমবার (১৯.০৪.২১) সকাল ৭ টায় ওয়াবদা মোড়স্থ উপজেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন ও বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এ ছাড়া বিকালে দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা, কেককাটা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক শরীফ শাহিনুর আলমের সঞ্চালনায় ও আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকুর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মকলেসুর রহমান অরুন, কাজী আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমন, আফসার শেখ, শাহিদুল ইসলাম মুকুল, আক্তার হোসেন, মো. জামান হোসেন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন ইউনিয়েন থেকে আগত কৃষক লীগের নেতৃবৃন্দ।
সভায় দেপশব্যাপী চলমান লকডাউন বাস্তবায়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপ বাস্তবায়নে কৃষক লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বানসহ ধর্মের নামে যাতে কেউ দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার জন্য বলেন বক্তাগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha