আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৫, ২০২৩, ৫:৫২ পি.এম
হাতিয়া দ্বীপ কল্যাণ একতা সংগঠন উদ্যোগে আলোচনা সভা ও গেঞ্জি বিতরণ

জীবনের মূল মানেটা হলো নিজের সব কিছু দিয়ে মানবতার সেবা করা,এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় দ্বীপ কল্যাণ একতা সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও গেঞ্জি বিতরণ করা হয়েছে।
আজ (৫ নভেম্বর) বিকেলে হাতিয়া উপজেলার ৭ নং তমরদ্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম ক্ষিরোদিয়া গ্রামে,ক্ষিরোদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হল রুমে হাতিয়া দ্বীপ কল্যাণ একতা সংগঠনের উদ্যোগে মোঃ আরমান হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও গেঞ্জি বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারভেজ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ এবং ক্ষিরোদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল আলীম বুলবুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনে সম্মানিত সদস্য হাদিছুর রহমান জিহাদ ও মোঃ শামসুদ্দিন সাংবাদিক সহ এলাকার স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ।
এসময় অনুষ্ঠানে এসে মোঃ আবদুল আলীম বুলবুল তার বক্তব্যের মাঝে বলেন,হাতিয়া দ্বীপ কল্যাণ একতা সংগঠন ২০১৯ সালে স্থাপিত হয়।এই সংগঠনের উদ্যোগে এলাকায় ব্যাপক উন্নয়ন মূলককাজ হয়েছে। এবং তারা যেন ভবিষ্যতে আর উন্নয়ন মূলক কাজ করতে পারে এমন প্রত্যাশা করি।
এছাড়া ভুক্তভুগী মোঃ নিজাম উদ্দিন বলেন, আমি যখন মেরুদন্ড সমস্যায় খুবই কষ্ট করছি এবং অনেক টাকা পয়সা খরচ করার পরও অসুস্থতার মাঝে ভুগছি ঠিক তখনই এই দ্বীপ কল্যাণ একতা সংগঠন আমাকে ঢাকাতে পাঠানো হয় তাদের নিজস্ব অর্থ দিয়ে। আমি এরকম একটা সংগঠনের সহয়তা পেয়ে আজ সুস্থ হয়ে চলাফেরা করতে পাচ্ছি। এছাড়া আমার মতো শতশত মানুষ এই সংগঠনের সাহায্য পেয়েছে।
সভাপতি আরমান হোসেন তার বক্তব্যের মাঝে বলেন, আমরা এলাকার মানুষের সুখে, দুঃখে তাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এছাড়া আমরা করোনাকালীন সময়ও অসহায় মানুষের পাশে ছিলাম। তাদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha