আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ২:৫২ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৫, ২০২৩, ৫:৪৬ পি.এম
চাটমোহরে স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ গ্রেফতার ৪

পাবনার চাটমোহরে নাশকতা ও বিস্ফোরক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও এক ইউপি সদস্যসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রেজাউল করিম (৪৫) কে।
এরআগে উপজেলার বিলচলন ইউনিয়নের মেম্বার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম (৪০) কে উপজেলার কুমারগাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে আটক করা হয়েছে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে বিএনপি কর্মী জাহিদুল ইসলাম (৩০) কে।
এছাড়া উপজেলার মথুরাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ভাদরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে উজ্জল হোসেন (২৫) কে আটক করে পুলিশ।
উপজেলার নিমাইচড়া ইউনিয়ন শ্রমিক লীগৈর অফিসে হামলা,ভাঙ্চুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় এদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়ছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha