আজকের তারিখ : ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:৫২ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৫, ২০২৩, ১২:২৬ পি.এম
খোকসা স্টেশনে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ার খোকসায় উপজেলার খোকসা রেলওয়ে স্টেশনে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি দাবিতে খোকসা এলাকাবাসীর পক্ষ থেকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার সময় খোকসা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল আলম তসর এর নেতৃত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জিল্লুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পকলার সহ-সভাপতি সেলিম খোন্দকার ও খোকন হোসেন।
বক্তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ পদ্মা সেতু রেল সংযোজনায় সাধারণ মানুষ উপকৃত ও উচ্ছ্বসিত। পদ্মা সেতুর রেল সেবার সুফল ভোগ করার লক্ষ্যে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি কুষ্টিয়ার খোকসা স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য খোকসা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার এক বছর না থাকালেও পার্শ্ববর্তী অন্য স্টেশন থেকেও এই স্টেশনে সরকারি আয় অনেক বেশি। ইন্টারসিটি টুঙ্গিপাড়া ও মধুমতি দুইটা ট্রেন থেকেই প্রতি মাসে গড়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা টিকিট বিক্রয় ও অন্যান্য বিষয়ে আদায় হয়।
উক্ত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের একটাই প্রাণের দাবি খোকসা স্টেশনে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস স্টপেজ চায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha