আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৫, ২০২৩, ৪:১৭ এ.এম
রাতে ঢাকায় ৪ বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আজ রবিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে গতকাল শনিবার রাতে চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদে তিনটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ১০টার দিকে গুলিস্তানে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ নিয়ে ২৮ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় মোট ৮৬টি যানবাহন পোড়ানো হলো। এর মধ্যে অন্তত ৩০টি বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল ও অ্যাম্বুল্যান্স রয়েছে।গতকাল রাতে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এর ৫ মিনিট পর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে, ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপদের মোড় ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এরপর রাত ১০টার দিকে গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।রোজিনা আকতার আরো বলেন, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট করে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ঢাকার বাইরে আরো দুই বাসে আগুনগতকাল রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পরে খবর পেয়ে আদমজী ফায়ারস্টেশন থেকে গিয়ে আগুন নেভানো হয়।
এদিকে প্রায় একই সময়ে ভোলার চরফ্যাশন উপজেলায় একটি বাসে আগুন দেওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha