সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যের ওপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে ৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় একটি র্যালী বের হয়। এটি উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও মো. শাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ৭৫ কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্।
বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আলি আহমেদ, ফিলিপনগর দাখিল মাদরাসার সুপার মো. ইউনুস আলি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। ।
প্রধান অতিথি বাদশাহ এম পি বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে।
তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুর উপজলার বিভিন্ন এলাকার সমবায় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।