আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১২:৩৯ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৪, ২০২৩, ১১:৪১ এ.এম
নরসিংদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

শনিবার (০৪ নভেম্বর) নরসিংদী পুলিশ লাইন্স পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন , নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
পুলিশ সুপার বলেন, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে প্রতিবছর কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাব এর সভাপতি, মোঃ হাবিবুর রহমান, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলামসহ, নরসিংদী জেলা পুলিশের ঊর্ধবতন কর্মকর্তাগণ এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা শেষে নরসিংদী জেলার শ্রেষ্ঠ পুলিশ পুলিশিং অফিসার এসআই (নিরস্ত্র) আব্দুল হালিম এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য মোঃ জাকির হোসেন ভূঁইয়া-কে সম্মাননা স্মারক এবং ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha