'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় নলছিটির যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু(এমপি)
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার । স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা চারটি ভিত্তি নির্ধারণ করেছি-স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। সমবায়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করে স্মার্ট নাগরিক এবং স্মার্ট সমাজ তথা অর্থনীতিকে স্মার্ট করে গড়ে তোলা সম্ভব বলে আমি বিশ্বাস করি।
এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান,সহকারি কমিশনার(ভূমি) সমাপ্তি রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর, জেলা সমবায় পরিদর্শক মোহ ওয়াদুদ খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha