নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ইসতিয়াক হোসেন রাফা (২০) নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় রাফা নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগনাল পার্ক মাঠে ফুটবল খেলে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফা চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকার আলহাজ্ব মো. ইকবাল হোসনের ছেলে।
নিহতের বাবা ইকবাল হোসেন জানান নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি মোড়ে একটি পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাফার মৃত্যু হয় ।
মোটরসাইকেলের অপর আরোহী রাফার বন্ধু সানিম নামের আর এক তরুণ গুরুতর আহত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।