আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ৫:২৩ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৪, ২০২৩, ১২:৫১ এ.এম
শালিখায় প্রতিবেশীর সাথে পারিবারিক শত্রুতার জেরে মারধরের অভিযোগ
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের খোলাবাড়ী গ্রামে প্রতিবেশীর সাথে পারিবারিক শত্রুতার কারণে মনোয়ারা খাতুন (৫৩) কে মারধরের অভিযোগ। গত শুক্রবার ৩ নভেম্বর সন্ধ্যা ৬ টার সময় সরেজমিনে মনোয়ারা খাতুন ও প্রতিবেশী রেখা বেগম, রেশমা খাতুনের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জানা যায়।
শালিখা থানার এপ্রসঙ্গে অভিযোগ হয়েছে অভিযোগ সূত্র থেকে জানা যায়, গত মঙ্গলবার ৩১ অক্টোবর অনুমান দুপুর ১২.৩০ টার সময় খোলাবাড়ী গ্রামের নওশেরের স্ত্রী মোছাঃ রেশমা খাতুন (৩০), শাহিদুলের স্ত্রী রেখা বেগম (৫৫) ও আঃ সামাদ মোল্লার পুত্র শাহিদুল (৬০) পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মনসুর আহম্মেদের স্ত্রী মনোয়ারা খাতুনকে (৫৩) অকথ্য ভাষায় গালিগালাজ করে।
মনোয়ারা খাতুন তখন রেখা, রেশমা ও শাহিদুলকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা মনোয়ারা খাতুনকে এলোপাতাড়ি ভাবে দা-বটি দিয়ে মারধর করে শরীরের পিট, পেট, ডান পায়ের হাটু, বাম হাতের আঙ্গুল ও মাঝার নিচের অংশে নিলাফোলা বেদনাদায়ক জখম করে দেয়।
রেশমা খাতুন চুলের মুটি ধরে মাটিতে ফেলে টানা হেচড়া করে নিয়ে আসে ও রেখা বেগম দা-বটি দিয়ে মনোয়ারা খাতুনকে জবাই ও দা-বটির উল্টো পাশ দিয়ে সমস্ত শরীরে এলোপাতাড়ি ভাবে পিটায়তে থাকে। শাহিদুল মোল্লা এসময় দৌড়ে এসে মনোয়ারা খাতুনের পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। ঘটনার ঐ সময় মনোয়ারা খাতুনের ডাক চিৎকারে সাক্ষী হিসেবে হায়দারের স্ত্রী সীমা খাতুন, মেলেটারীর পুত্র শাহাজান সহ আরও অনেকে এগিয়ে আসলে রেখারা সবাই মনোয়ারা খাতুনকে খুন জখম করে ফেলবে বলে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। এরপর বিবাদীরা মনোয়ারা খাতুনের ঘর থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে চলে যায়।
এবিষয়ে রেখা বেগম ও রেশমা খাতুন জানান, ঘটনার সূত্রপাত হলো তাসমিয়া খাতুন (১১) নিয়ে, মনোয়ারা খাতুন এলাকায় রটিয়েছে তার স্বামী মনসুরের সাথে তাসমিয়া বাগানে শারীরিক মেলামেশা করেছে। এটা শোনার জন্য আমরা সবাই গিয়ে ছিলাম মনোয়ারার বাড়ি। রেশমা আরও বলেন, দা-বটি দিয়ে মারধর করিনি তবে মনোয়ারাকে মুখে চড় মেরে ছিলাম।
মনোয়ারা খাতুন জানান, তাসমিয়াকে নিয়ে আমি কারোর সাথে কোন বাজে মন্তব্য করিনি, এটা রেশমা, রেখা ও শাহিদুলের গোপন পূর্ব শত্রুতা ও ষড়যন্ত্র। বিনা কারণে আমাকে মারধর করার জন্য আমি আইনের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি ও বিচার কামনা করি।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, মনোয়ারা খাতুন থানায় অভিযোগ দায়ের করেছেন, ঘটনার তদন্ত অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha