ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এ্যাড. লিয়াকত সিকদার বলেছেন, ৩রা নভেম্বর জেল হত্যা দিবস বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের ঐতিহাসিক কলঙ্কের দিন। পৃথিবীর কোথাও কারাবন্দী কাউকে হত্যা করা ঘটনা ঘটেনি। ৭১ পরাজিত শক্তিরা ১৫ আগস্টে জাতীয় জনক বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যেদের হত্যা করে। জাতীয় চার নেতাকে হত্যা করার কারণ ছিল তারা চেয়েছিল বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিশ্চন্ন করা, এজন্য ঘাতকেরা শিশু রাসেল কেউ হত্যা করেছিল।
৩রা নভেম্বর রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা গোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাড.লিয়াকত সিকদার এসব কথা বলেন।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুুর রহমান মুক্ত।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ইকু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু ও গোপালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha