"আমরা স্বাবলম্বী হবো সকলে কর দেবো" "সবাই মিলে দেবো কর দেশ হবে স্বনির্ভর" এই স্লোগানকে সামনে রেখে ১ হতে ৩০ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে আয়কর তথ্য -সেবা মাস ২০২৩ শুরু হয়েছে।
আয়কর তথ্য -সেবা মাস উপলক্ষে গোপালগঞ্জ উপ-কর কমিশনারের কার্যালয়ে দৃষ্টিনন্দন তোরণ ও বেশকিছু সাজানো-গুছানো স্টল তৈরি করা হয়েছে। কর অঞ্চল-৩ ঢাকা এর সার্কেল-৫০ (গোপালগঞ্জ) এর দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীগণ এ আয়োজন করেন। তথ্য -সেবা মাসের প্রথম দিন থেকেই গোপালগঞ্জ ৫০ সার্কেলের ব্যবসায়ী, চাকুরিজীবী সহ যাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তারা সেবা নেওয়া শুরু করেছেন। স্টলগুলোতে দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তারা আগত দর্শনার্থীদের আয়কর বিষয়ক বিভিন্ন তথ্য -সেবা, রিটার্ন গ্রহন ও অন্যান্য তথ্য দিয়ে সহযোগিতা করছেন।
এবিষয়ে সার্কেল প্রধান ও উপ-কর কমিশনার এ. মঈন খন্দকার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি কর অঞ্চল-৩ ঢাকা এর সার্কেল-৫০ (গোপালগঞ্জ) এর দায়িত্ব নেওয়ার পর থেকে আয়কর প্রদানকারী ব্যক্তিদের ভোগান্তিমুক্ত ভাবে সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি আয়কর তথ্য -সেবা মাস ২০২৩ এর আয়োজন থেকে এ সার্কেলের মানুষ আয়কর বিষয়ে সকল ধরনের তথ্য ও সেবা পাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫