আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৫:১১ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৩, ২০২৩, ২:৩৯ পি.এম
নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল গ্রেফতার

জানা গেছে , গত ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ১২টার দিকে জেলা শহরের আমতলা গলি রোডের বিএনপির অফিসের সামনে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিতে পুলিশকে আহত করার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন জানান, বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে শহরের আমতলা গলি রোড়ের বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জমায়েত হন। সমাবেশ শেষে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। চলমান আন্দোলনকে নিস্তেজ করতে সেই পুরানো মামলায় নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিচুর রহমান খান হেলালকে গ্রেফতার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বিএনপির পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। তাদের বাধা দেওয়ায় ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এতে ওসি (অপারেশন) ফিরোজসহ তিন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকেই ১৬ জনকে আটক করা হয়েছিলো। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আনিচুর রহমান হেলালকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha