দৌলতপুরে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় ১০ হাজার টাকা মুল্যের মাছ ধরার জাল পুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া সংলগ্ন পদ্মা নদীতে ইলিশ ধরার সময় এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদুল ইসলাম। তিনি জানান, ইলিশ সংরক্ষণে ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় স্থানীয় তিন জেলেকে আটক করা হয়। জেলেরা ভুল স্বীকার করে আর মাছ ধরবে না মর্মে স্বীকারোক্তি প্রদান করায় তাদের ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জেলেদের কাছ থেকে উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।