কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৯০ নম্বর ওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ জন ক্ষুদে শিক্ষার্থী প্রতিদিন দুইশ মিলিগ্রাম করে গুঁড়া দুধ পাচ্ছে। পুষ্টিচাহিদা মেটানোর লক্ষে আগামী দুই বছর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন ( এলডিডিপি) প্রকল্পের স্কুল মিল্ক প্রোগামের আওতায় তাদের দুধ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে দুধপান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও বিতান কুমার মন্ডল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোছা. শামিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলামসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha