আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ১২:৩০ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২, ২০২৩, ৫:৪১ পি.এম
রায়পুরায় গরুর ফার্মে মিললো গলাকাটা লাশ

নরসিংদীর রায়পুরায় প্রতিদিনই মিলছে লাশ। প্রথমে ঝুলন্ত লাশ, পরে অচেতন লাশ তারপর আজ গলাকাটা লাশ। পরপর তিনদিন তিনটি লাশ পাওয়া যায় রায়পুরায়। নরসিংদী জেলার রায়পুরা একটি বিপদজনক এলাকা। ভয়াবহ টেটা যুদ্ধ এবং নিশংস্ব হত্যাকাণ্ড এখানে নিত্যদিনের ঘটনা।
জানা যায়, আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার সকালে একটি গরুর ফার্ম থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরা উপজেলার মহেশপুর আলগি নামা বাজারের মাশাল্লাহ ডেইরি ফার্ম থেকে এই যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই ফার্মের মালিক হচ্ছেন হুমায়ুন কবির। নিহত সোহাগ তার ফার্মে কর্মরত ছিল বলে জানান এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, দীর্ঘদিনের বেতন বকেয়া ছিল কর্মচারী সোহাগের। এ নিয়ে মালিকের সাথে তার প্রায়ই হতো ঝগড়া। তাই টাকা চাওয়া ও রাগের কারণে মালিক নিজেই তাকে গলা কেটে হত্যা করেছে।
এ বিষয়ে কথা হয় মাশাল্লাহ ডেইরি ফার্মের মালিক হুমায়ুন কবিরের মোবাইল ফোনে, তিনি দৈনিক সময়ের প্রত্যাশার জেলা প্রতিনিধিকে জানান, সোহাগ ব্লেড দিয়ে নিজের গলা নিজে কাটে এবং সুই দিয়ে নিজের গলায় নিজে আঘাত করে ও সে বিভিন্ন মানসিকতায় ভুগতেছে বলে জানান, উনি আরো বলেন পুলিশ ফার্ম থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কথা হয় রায়পুরা থানার অফিসার ইনচার্জ, জনাব আজিজুর রহমানের সাথে। তিনি বলেন তদন্ত চলতেছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত পূর্বক এই হত্যাকাণ্ডের সত্য উন্মোচন করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি রায়পুরা এলাকাবাসীর।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha