ফরিদপুরের সদরপুর উপজেলা শিল্পকলা মিলনায়তনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আঃ মজিদ মিয়া স্মরনে বৃহস্পতিবার দুপুরে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ শোক সভার সভাপতিত্ব করেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, থানা অফিসার ইনচার্জ মামুন আল-রশিদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফারুক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন মোঃ ইমারত হোসেন বাচ্চু।
প্রয়াত সাংবাদিক আঃ মজিদ মিয়ার স্মরনে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সাংবাদিক প্রভাত কুমার সাহা, শিমুল তালুকদার, মোঃ মোশারফ হোসেন, মোঃ নুরু মিয়া, সাব্বির হাসান, মোঃ মিজানুর রহমান, শিশির খান ও মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। সভাশেষে প্রয়াত সাংবাদিক আঃ মজিদ মিয়ার রূহের মাগফেরাত কামনা করে কোরনখানি, মিলাদ, দরূদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ঈমাম মাওঃ আমীর হুসাইন।
জানা যায়, সাংবাদিক আঃ মজিদ মিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৮ অক্টোবর ইন্তেকাল করেন। তিনি সদরপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সদরপুর উপজেলা সংবাদদাতা হিসেবে তিনি দীর্ঘকাল নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন।
উক্ত প্রয়াত প্রবীণ সাংবাদিকের হাত ধরে সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় প্রায় অর্ধশত সংবাদকর্মী তৈরী হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111