ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজার ৬০ তম জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাতে মোম বাতি জালিয়ে কেক কেটে উৎসবমুখর পরিবেশে তাকে শুভেচ্ছা জানান। তাদের ভালবাসায় সিক্ত হন তিনি।
জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ তালুকদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোক্তার হোসেন আক্কাস মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল ফকির, যুবলীগ নেতা নওফেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল ইসলাম দেলোয়ার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদসহ অনেক নেতাকর্মী উপস্থিত হয়ে সেলিম রেজার ৬০তম জন্মদিন উদযাপন করেছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা তার ৬০ তম জন্মদিন উপলক্ষে বলেন, আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমার জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী কার্যালয়ে এসে শুভেচ্ছা জানিয়েছেন এ জন্য আমার কাছে এ দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। এক মাস পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
জাতির জনক শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছে বলেই এ অঞ্চল এত উন্নত। আগামীতে আবারও আমারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমারা নৌকা মার্কায় ভোট দিয়ে ফরিদপুর-১ আসন উপহার দিবো। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন যাকেই দিক আমারা তার পক্ষে কাজ করবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha