আজকের তারিখ : মার্চ ১৭, ২০২৫, ৩:০২ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২, ২০২৩, ১:২১ পি.এম
অবরোধের সমর্থনে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন

বিএনপি কর্তৃক আহূত দেশব্যাপী রাজপথ - রেলপথ- নৌপথ অবরোধ কর্মসূচীর সমর্থনে আজ তৃতীয় দিনের শেষ দিনে বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন দেয়া হয়।
ফরিদপুর জেলা ও মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে সংগঠনের জেলা শাখার আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু'র সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল আটটায় সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ফরিদপুর - রাজবাড়ী মহাসড়কের আঁখ সেন্টারের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় এলাকা প্রদক্ষিন করে পুনরায় আরম্ভস্থলে এসে শেষ হয়।
উল্লেখিত রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিলকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ মিছিলকারীদের ফেলে যাওয়া ৭ টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় বলে জানা যায়।
এ সময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহফএছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক দেড়টার দিকে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাহিরদিয়া
বাস স্ট্যান্ড ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিজন মোল্লার বাহুিরদিয়ার বাড়ীর সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানা যায়। অপরদিকে বাহিরদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়রা আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ২ টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha