আজকের তারিখ : মে ১২, ২০২৫, ৬:২১ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৩, ৮:৩৭ পি.এম
কুষ্টিয়া সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কুষ্টিয়ার মিরপুরে সাইকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় সিয়াম আহমেদ পমন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের সাতমাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আহমেদ পমন ওই এলাকার সাহেবনগর গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান মিলনের ছেলে। তিনি বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সাইদুর রহমান মন্টু বলেন, সকালে বহলবাড়িয়া বাজারে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন সিয়াম। পথে সাতমাইল মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha