স্মাট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (১-১১-২০২১১) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু।
আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের নারি ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, মাধ্যমিক শিক্ষা অফিসার আ খ ম হাসান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, বাঘা শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলী, নারী উদ্যোক্তা আদরি বেগম, শাপলা খাতুন প্রমুখ।
আলোচনার শুরুতেই সহকারী যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আফজালুর রহমান । আলোচনা সভা শেষে গরু পালন, হাঁস-মুরগি, পোষাক তৈরি ও মৎস্য চাষসহ বিভিন্ন ক্ষেত্রে উনিশ জনের মধ্যে ৯ লাখ চল্লিশ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আফজালুর রহমান জানান, তাছাড়াও সফল আতœকর্মীদের মাঝে পুরুস্কার ও দুই মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha