আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ৮:৫৭ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৩, ৬:৫৭ পি.এম
আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসির ঝিলক
ফরিদপুরের সদরপুর উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক।
অনুকুল আবহাওয়া, সময়মতো সার বিজ বপন, সঠিক পরিচর্চা এবং স্থানীয় কৃষি অফিসের সার্বিক তত্বাবধানে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন স্থানীয় কৃষকরা।
৫ বিঘা জমিতে রোপা আমন চাষ করেছেন স্থানীয় কৃষক সায়াদ সর্দার। তিনি জানান, ৪২ শতকের প্রতি বিঘা জমিতে রোপা আমন চাষে খরজ হয় ১২ থেকে ১৩ হাজার টাকা। এবং প্রতি বিঘায় ধান উৎপাদন হয় ২০ মন। তবে বাম্পার ফলন হলে প্রতি বিঘায় ২২ মন পর্যন্ত উৎপাদন হতে পারে।
অপর কৃষক সাহেদ আলী বেপারী বলেন, স্থানীয় অনেক কৃষক প্রথমে রোপা আমন চাষ করেছিলেন সম্প্রতি ঘুর্নিঝড় এবং বৃস্টির কারনে তাদের কিছুটা ক্ষতি হয়েছে। এবং যে সকল আমন চাষী নামিতে ধান রোপন করেছেন তাঁরা লাভবান হবেন বেসি।
স্থানীয় ধান ব্যবসায়ী সোবাহান সৈকত বলেন, আমি গত দুই বছর যাবৎ বিভিন্ন জাতের ধানের ব্যবসার সাথে জরিত আছি। গত বছর আমি সর্ব্বচ্চ প্রতি মন ধান একহাজার টাকা দরে ক্রয় করেছি। তবে এবার ধানের মূল্য কিছুটা বেশী।
স্থানীয় অনেক ধান চাষি বলেন সরকারি ভাবে যদি কৃষকদের দিকে একটু সাহায্যের হাত বারিয়ে দেন তবে এই কৃষকরাই গড়ে তুলবে স্বপ্নের সোনার বাংলা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha