আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৩, ৫:৫৯ পি.এম
দৌলতদিয়ায় কৃষক লীগের উদ্যোগে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বুধবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ,ধর্মঘটসহ ধ্বংসাত্মক কর্মকান্ড বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দৌলতদিয়া ঘাট টার্মিনালে ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মো. বাকেন শেখ এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বককর খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হোসেন প্রামনিক, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসারফ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটো, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাজেদ মন্ডল, সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল সরদার, দৌলতদিয়া ঘাট শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরাল মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মমিনুল ইসলাম।
বক্তারা সার্বক্ষনিক রাজপথে থেকে বিএনপি-জামায়াতের যে কোন অপতৎপরতা রুখে দিতে অঙ্গীকার ব্যাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha