আজকের তারিখ : মে ১২, ২০২৫, ২:৫৬ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৩, ৪:৫৯ পি.এম
আলোচিত নেত্রী নরসিংদীর পাপিয়া মুক্ত

নরসিংদীর আলোচিত যুব মহিলা লীগের নেত্রী পাপিয়া আজ মুক্তি পেলেন। এ নিয়ে নরসিংদীর সর্বত্র আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
একটি বিশেষ সূত্রে জানায়, হাইকোর্ট থেকে জামিন পেলেন অজ্ঞাত আয় বহির্ভূত মামলায় অভিযুক্ত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। বুধবার (১ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয় বলে জানা যায়।
সূত্রে জানান, পাপিয়ার বিরুদ্ধে মামলা রয়েছে মোট ১০টি। এরমধ্যে ৯টি মামলায় ইতিমধ্যে পাপিয়া জামিনে থাকায় তার মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
নরসিংদীতে অনেকেই তার মুক্ত হওয়ার বিষয়টি বিশ্বাস করতে পারছেন না বলে জানান। কিন্তু বাস্তবতা হলো আজ থেকে পাপিয়া মুক্ত।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha