আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ১২:২০ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৩, ৪:৪৯ পি.এম
চাটমোহরে যুবদল ও কৃষক দলের দুই নেতা গ্রেফতার
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া বাঁধবাজারে জাতীয় শ্রমিক লীগের ইউনিয়ন কার্যালয়ে হামলা,ভাঙ্চুর,ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ যুবদল ও কৃষক দলের স্থানীয় দুই নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছাইকোলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি কানাইচর গ্রামের জুলু সরদারের ছেলে মোজা সরদার (৫৫) ও মুলগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মাজগ্রামের ইন্নাস আলীর ছেলে রেজাউল করিম (৪০)। মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে এদেরকে গ্রেফতার করা হয়। এনিয়ে বিস্ফোরক মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠণের ৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করলো পুলিশ।
জানা গেছে,গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে নিমাইচড়া ইউনিয়ন শ্রমিক লীগের অফিসে হামলা,ভাংচুর ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান, ককটেল বিস্ফোরন ও ভাঙ্চুরের মামলায় হয়েছে ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha