আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৩, ১:১১ পি.এম
একাধিক স্থানে নরসিংদীতে বিএনপি’র অবরোধ কর্মসূচি পালন

বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তিনদিন ব্যাপী সারাদেশে অবরোধের আজ দ্বিতীয় দিন। সারাদেশে চলছে বিএনপির অবরোধ কর্মসূচি। এরই অংশ হিসেবে এই প্রথম নরসিংদীতে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি'র নেতা করমিরা।
বুধবার (১ নভেম্বর) নরসিংদীর শিবপুর ও বেলাবো ঢাকা সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করার খবর পাওয়া গেছে। এ সময় তারা একাধিক জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং মিছিল করে অবরোধ কর্মসূচি পালন করে।
জানা যায়, শিবপুরের সাবেক ছাত্রনেতা আকরামুল হাসান মিন্টুর অনুসারীরা ঢাকা সিলেট মহাসড়কের শাষপুর নামক স্থানে আগুন জ্বালিয়ে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। পরবর্তীতে তারা অবরোধের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করতে থাকে।
অন্যদিকে বেলাবো খামারেরচর এলাকায় সকাল ছয়টায় দিকে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি টায়ারে আগুন জ্বালিয়ে দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা পালিয়ে যায়।
এদিকে অবরোধের কর্মসূচিকে কেন্দ্র করে নরসিংদীর সর্বত্র নিরাপত্তা বেষ্টনী দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha