আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৩:২৬ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৩, ১১:৩১ এ.এম
ফরিদপুরে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা রেলি ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত
"স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নইম এর নেতৃত্বে
সভাপতিত্বে আজ বুধবার সকাল পৌনে দশটায় একটি যুব রেলি জেলা প্রশাসক কার্যালয়ে থেকে আরম্ভ হয়।
এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পরবর্তীতে যুব ঋণের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদুল হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা স্কুলের শিক্ষক আবু বকর আহমেদ, উদ্যোক্তা আলেয়া বেগম, তামান্না মুসলিম মীরা, সংস্কার সমাজকল্যাণ এর কর্মকর্তা সানজাত উর রহমান বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের যুব সমাজকে বোঝা মনে না করে জন সম্পদে পরিণত করার আহ্বান জানান। তারা যুব সমাজকে শুধু চাকুরির পেছনে না ঘুরে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনসম্পদে পরিণত হওয়া ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। মাদকের করাল গ্রাস হতে যুব সমাজকে মুক্ত রাখতে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত থাকার কথা বলেন। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চৌদ্দ লক্ষ বিশ হাজার টাকার যুব ঝণের চেক বিতরণ করা হয়।
এছাড়া ফরিদপুর জেলায় ১৩১ জনকে ৭৩ লক্ষ ৭৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha