আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ২:৩০ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৩, ১২:১৭ এ.এম
রানা হত্যা মামলার শুটার বল্টু ইব্রাহিম আটক
নরসিংদী কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠে সন্ত্রাসীদের গুলিতে নিহত রানা মোল্লা হত্যাকাণ্ডের শুটারকে আটক করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। এই বিষয়টি এক প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূইয়া।
জানা যায়, গত ২৩/১০/২০২৩ ইং রাত সাড়ে আটটার দিকে নরসিংদী সদর থানাধীন কাওড়িয়া পাড়া ইদগা মাঠে একদল সন্ত্রসীর হাতে গুলিবিদ্ধ হয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হন কাওরিয়া পাড়া নিবাসী রানা আকবর মোল্লা। উক্ত ঘটনায় ২৫/১০/২৩ ইং নরসিংদী মডেল থানায় নিহতের স্ত্রী লিজা আক্তার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। নরসিংদী মডেল থানা পুলিশ দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সহযোগী আসামি সাকিব, সেতু ও লিটন নামক তিনজনকে গ্রেপ্তার করে ।
অতঃপর নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ এর তত্ত্বাবধানে, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক এরশাদ উল্লাহ, এস আই আব্দুল গাফফার পি পি এম বার ও এস আই কামরুজ্জামানের সমন্বয়ে নরসিংদী মডেল থানার একটি চৌকশ দল ঘটনার মূল আসামি, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে।
গুলি বর্ষণকারি হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য একটানা কঠোর পরিশ্রমের মাধ্যমে নরসিংদী, ঢাকা ও ব্রাহ্মবাড়িয়া জেলায় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার পাহাড়পুর ইউনিয়নের বামোটিয়া গ্রাম থেকে সরাসরি গুলিবর্ষণ করে রানা মোল্লাকে হত্যাকারী মামলার এজাহার নামীয় অন্যতম আসামি, নরসিংদী থানার কাউড়িয়া পাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে বল্টু ইব্রাহিম (৩০) কে অদ্য ৩১/১০/২৩ ইং ভোর পাঁচটার দিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। আসামি বল্টু ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এছাড়া জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী বল্টু ইব্রাহিম হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী নাইন এম এম পিস্তলটি ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় নরসিংদী মডেল থানাধীন কাওরীয়া পাড়া সাথে শফিক হাজির বালুর মাঠের পূর্বে ইউ এম সির পরিত্যক্ত কলোনির বাউন্ডারি দেয়ালের আড়ালে লুকিয়ে রেখে যায় এই মর্মে স্বীকার করে।
বল্টু ইব্রাহিমের স্বীকারোক্তির ভিত্তিতে অদ্য ৩১/১০/২৩ ইং বারোটা ৩৫ মিনিটে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামি বল্টু ইব্রাহিম এর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেয়, সাথে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি ১ টি মেগজিন সহ একটি বিদেশী নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে আলাদা অস্ত্র মামলা রুজু করা হয়েছে। আসামী বল্টু ইব্রাহিম কে আরও নিবিড় জিজ্ঞাসাবাদের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha