রাজশাহীর বাঘায় জামায়াতের পৌর আমিরসহ বিএনপি-জামায়াত সমর্থিত ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-বাঘা পৌর জাায়াতের আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, চকছাতারি গ্রামের আব্দুল মান্নান, মর্শিদপুর গ্রামের রুবেল হোসেন, আশরাফপুর গ্রামের আকরাম হোসেন।
প্রাইভেট কার পোড়ানোর ঘটনায় বাঘা থানায় দায়ের করা মামলায় সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, আব্দুল মান্নান ও রুবেল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আকরাম হোসেনকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৩১-১০-২০২৩) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আগের দিন সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে বিষ্ফোরক আইনের মামলায় ৪জন ও প্রাইভেট কার পোড়ানো মামলায় বিএনপি- জামায়াতের ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বাদি পৃথক দুটি মলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরিদর্শক (ওসি তদন্ত) সবুজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি-জামায়াতের ৩দিনের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha