নওগাঁর আত্রাইয়ে থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি‘র ৩জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈঠাখালি গ্রামের আব্বাছ আলী ছেলে আমিনুজ্জামান মধু (৫৫), মহাদিঘী গ্রামের শুকুর উদ্দীনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৪৫) ও পতিসর গ্রামের আকবর আলীর ছেলে আবুল কালাম (৪১) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের গত বছরের নভেম্বর মাসে শ্রমীকলীগ নেতা কর্মীদের মারপিটের ঘটনায় জরিত সন্দেহে দায়েরকৃত ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha