আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৪:৩১ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩১, ২০২৩, ৪:৩৫ পি.এম
নরসিংদীতে নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ৬
নরসিংদীতে পুলিশের অভিযানে ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ ছয়জনকে আটক করেছে নরসিংদী থানা পুলিশ (৩০ অক্টোবর) বিষয়টি এক প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
(ওসি) আবুল কাশেম ভূঁইয়া আরো জানান, নরসিংদীতে ২৭/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) /২৫ – ডি এর তদন্তে প্রকাশিত মামলায়।
গ্রেফতারকৃত আসামিরা হলো জেলার গাবতলী এলাকার আব্দুল বাতেন এর বাড়ির ভাড়াটিয়া ও গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসার ইসলামী ছাত্র শিবির সভাপতি ও নরসিংদী জেলা হাফিজপুর উত্তর পাড়ার নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২২), একই মাদ্রাসার ইসলামী ছাত্র শিবির সদস্য ও নরসিংদী জেলার শিবপুর থানা ঘাগটিয়া টানপাড়ার আব্দুল লতিফ এর ছেলে হিসাব উদ্দিন (১৯), ইসলামী ছাত্র শিবির সদস্য ও নরসিংদী জেলা পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার মাহাবুব হাসানের ছেলে মোহাম্মদ নাঈম হাসান (১৯), ইসলামী ছাত্র শিবির সদস্য ও নরসিংদী জেলা হাজিপুর মধ্যপাড়ার আলম হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৯), ইসলামী ছাত্র শিবির সদস্য ও নরসিংদী জেলা হাজিপুর বড়পাড়ার আশরাফ উদ্দিন সরকারের ছেলে আব্দুল্লাহ সরকার (১৯), ইসলামী ছাত্র শিবির সদস্য ও নরসিংদী জেলার বেলাবো থানার বাজনাব এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ তানভীর হোসেন (১৯)।
নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর দিক নির্দেশনায় ৩০/১০/২০২৩ ইং দিবাগত দুপুর দুইটার দিকে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্সসহ অভিযান পরিচলনা করে নরসিংদী সদরের গাবতলি, সংগিতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষে উক্ত আসামীরা গোপনে সংগঠিত হওয়ার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
নাশকতার যে কোন অপচেষ্টা রুখে দেয়ার জন্য গোপনে তথ্য সংগ্রহে তীক্ষ্ণ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে নরসিংদী জেলার পুলিশ সুপার জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha