আজকের তারিখ : মার্চ ১৭, ২০২৫, ৪:৪২ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৩১, ২০২৩, ২:৫৩ পি.এম
বিএনপি জামাতের অবরোধের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের কর্মসূচি অনুষ্ঠিত

দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস অগ্নিসংযোগ ও জ্বালাও পোড়াও এর প্রতিবাদে তিন দিন ব্যাপী দেশব্যাপী ঘোষিত কর্মসূচির প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১ টায় মোটর বাইক শোভাযাত্রা এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের নবনির্মিত আওয়ামী লীগ অফিস থেকে সকাল ১১ টার দিকে একটা মোটরসাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা থেকে বিএনপি ও জামাতের কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন রকম স্লোগান দেয়া হয়।
শোভাযাত্রাটি দলীয় কার্যালয় এসে পৌঁছলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ যুব মহিলা লীগ সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বিএনপির আহুত এ কর্মসূচির বিরুদ্ধে নানা রকম স্লোগান প্রদান করেন।
তারা ফরিদপুরে বিএনপি- জামায়াত চক্রের নাশকতা অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও করলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানান।
এ ব্যাপারে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক অবস্থান কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের জানান ফরিদপুরে বাস চলাচল করছে, এখানে কোন হরতাল বা অবরোধের মতো ঘটনা এখন পর্যন্ত ঘটে নি।
এখানে বিএনপি জামাতের কোন তৎপরতা নেই । সবকিছুই স্বাভাবিক অবস্থায় আছে। তিনি বলেন মানুষের জানমালের নিরাপত্তা দেবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে আছে। আমাদের অবস্থান বেশ সুসংগঠিত আমরা সকলেই সুশৃংখল। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন আপনারা নির্বাচনে আসেন । নির্বাচনে অংশগ্রহণ করেন বাংলার মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতায় যাবেন।
তার আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জ্বালাও পোড়াও করলে বাংলাদেশ আওয়ামী লীগ তা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করবে।
তিনি বলেন বাংলাদেশের মানুষ খুব সচেতন তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম দেখেছে । আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha