আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৩৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩১, ২০২৩, ২:১২ পি.এম
পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযানঃ ৫ জেলে আটক ৮ হাজার মিটার জাল ধ্বংস
সোমবার (৩০ অক্টোবর ২৩) রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়ীয়াল খাঁ নদের বুকে বিভিন্ন স্পটে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।
অভিযান কালে মা ইলিশ ধরার অপরাধে ৫ জন জেলেকে আটক এবং ৮ হাজার মিটার জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জব্দকৃত জাল নদীর পাড়ে পুরিয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়েছে।
আটককৃত ৫ জন জেলের প্রত্যেককে মৎস্য সুরক্ষা আইনে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।
অভিযানে আরো অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, সংযুক্ত সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলাল সাহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, এবং ইলিশ সম্পদ উন্নয়ন কমিটির সকল সদস্য ও সদরপুর থানার একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, ইলিসের বংশ বিস্তারের লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha